বিনা ভোটের নির্বাচন হতে দেয়া হবে না : সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ পিএম, ২৪ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে অংশ নেবে, এছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ওয়াসার পানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
এ স্বৈরাচার সরকার দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছে বলে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাত থেকে এরা কোটি কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে। এ অবৈধ সরকারের কোনো জবাবদিহি নেই। কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তাই তারা জনগণের টাকা দুর্নীতি ও লুটপাট করে বিদেশে পাচার করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ সরকারের পতন ঘটাতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে, তা না হলে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। সরকারের অধীনে বাংলাদেশে আর কখনো কোনো বিনা ভোটের নির্বাচন হতে দেয়া হবে না বলেও জানান।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এ সরকার আবার নতুন করে পানির দাম বাড়িয়েছে। পানি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে দেশের প্রতিটি মানুষ আজ ভুক্তভোগী। জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তাই তারা নির্লজ্জের মতো দেশ পরিচালনা করছে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ সরকার বেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। এ রাজপথ জনগণের রাজপথ। বিএনপি এ রাজপথ দখল করে বর্তমান সরকারের পতন নিশ্চিত করবে। এ স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিনের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। এছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সামসুজ্জামান সুরুজ, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, ওলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপি নেতা আতিকুল ইসলাম মতিন, ইউনুছ মৃধা, খিলক্ষেত থানার ৪৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক এসএম জামান, ভাষানটেক থানার ৯৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, তেজগাঁও থানার ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মাদপুর থানার ২৯ নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হেলাল তালুকদার, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবুল, ইডেন কলেজের সাবেক ছাত্রনেত্রী কহিনুর ফারজানা আরজুসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।