খালেদা জিয়ার মুক্তির দাবিতে নদীপথে গণসংযোগ করলো পাবনা জাসাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ২৩ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০০ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা পাবনা জেলা শাখা ধারাবাহিক কর্মসূচী হিসেবে গতকাল ২২ জুলাই শুক্রবার দিনব্যাপী নদীপথে গণসংযোগ করে তৃণমূলের সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করে।
পাবনা সদর উপজেলা থেকে নদী পথে শিলাইদহ ঘাট থেকে পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া হয়ে পাবনার ঈশ্বরদী পাকশী ঘাট হয়ে আবার শিলাইদহ ঘাটে এসে তাদের গণসংযোগ শেষ করেন। নদীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ও ঘাটে নেমে সাধারণ মানুষের মাঝে লিফলেট, বুকলেট বিতরণ ও মাইকে প্রচারনা চালান।
নদীতে যাতায়াতকারী এবং নৌকার মাঝি ও জেলেদের মাঝেও প্রচারনা চলে। উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন অবঃ ক্যাপ্টেন, জেলা জাসাস সদস্য, ডা. সরওয়ার জাহান ফয়েজ, বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার শামীম। সভাপতিত্ব করেন জেলা জাসাস আহ্বায়ক খালেদ হোসেন পরাগ। পরিচালনা করেন জেলা জাসাস সদস্য সচিব জুবায়ের খান প্রিন্স।
পাবনা সদর উপজেলার আয়োজনে আরও উপস্থিত ছিলো জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন মুন, আইনজিবী পরিষদের উপদেষ্টা এড. মনোয়ার জাহিদ, জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক আ. মান্নান ভুঁইয়া, জাসাস নেতা নাসিম আহমেদ, হলি, এ কে মামুন প্রমুখ।
গণসংযোগের পাশাপাশি প্রতিবাদি সাংস্কৃতিক আয়োজনে ছিলো প্রতিবাদি কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান পরিবেশন।
দিন শেষে সদস্যদের পরিবার সহ ঈদ পুণর্মিলনের মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়।