দেশ চলছে ব্যক্তির ইচ্ছায় : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ পিএম, ২১ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
দেশ চলছে ব্যক্তির ইচ্ছায়। এখানে একজন মানুষের ইচ্ছা পূরণ করতে গিয়ে দেশ আজ দেউলিয়াত্বের দোরগোড়ায় বলেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দেশ পরিচালনা করতে গিয়ে কোন পরিকল্পনা ছাড়াই তারা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে তারা ব্যাংক থেকে ঋণ করেছে, বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়েছে। এই ঋণের টাকা যখন ফেরত চাইবে তখন পরিস্থিতি কি হবে? তিনি আরো বলেন দেশে আজ বিদ্যুৎ কোথায়? এই দূঃসহ গরমে মানুষ অতিষ্ঠ, বিদ্যুৎ পাচ্ছেনা কেন?
আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় যাত্রাবাড়ীস্থ নবী টাওয়ারে যাত্রাবাড়ী থানার ৬৩ ও ৬২ (পূর্ব) ওয়ার্ড বিএনপি'র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, নগর বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগর বিএনপি'র জ্যৈষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সাংগঠনিক টীম-৭ এর প্রধান ও নগর বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, নাসরীন রশিদ পুতুল ও জামশেদুল আলম শ্যামল সহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে। তারা বিচার বিভাগকেও কুক্ষিগত করেছে। এক কথায় এদেশে এখন মানুষের কোনো মৌলিক অধিকারই নাই।
মজনু বলেন, আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নেতৃত্বে আমরা জনগণনের সকল হৃত অধিকার ফিরিয়ে আনবো।
সম্মেলনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের সকল কর্মসূচী সফল করতে কাজ করে যাওয়ার আহবান জানান।