তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখায় রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৮ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাতিকগ্রস্ত আওয়ামী নেতা মান্নাফীর ধৃষ্টতা ও স্পর্ধাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলটি নগরীর সোনা দিঘির মোর হতে শুরু হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিজ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়, মিছিলটির শেষে সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
এ সময় নগর যুবদলের আহ্বায়ক তার বক্তব্যে বলেন তারেক রহমানকে নিয়ে এই ধরনের ধৃষ্টতা পূর্ণ বক্তব্য কখনোই বরদাস্ত করা হবে না। অবিলম্বে বিকৃত আওয়ামী লীগ নেতা মান্নাফীকে জাতির সামনে ক্ষমা চাওয়ার জোর দাবি তিনি করেন। অন্যথায় কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরো বলেন সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, সরকার তার বিদায়ের শেষ সময় গুনছে, এছাড়াও তিনি চলমান বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন ।
উক্ত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব নজরুল হুদা, এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ম আহবায়ক মোঃ নাসিম খান, আল আমিন বাবু, মোঃ জামিল হোসেন, সালমগীর হোসেন, ইসমাইল আলী রাহি, যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, মহানগর বিএনপির সদস্য আবু হেনা রান্টু, হিমেল, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি,মহানগর যুবদলের সম্মানিত সদস্য বনি সরদার, মিসদাকুর খান মিলন, মনিরুল ইসলাম জনি, জুয়েল ইসলাম, হাসনাত হোসেন ফয়সাল জন, মির্জা ইমরুল মুন্না, সুরাজ আলী, রফিক, সাইফুল, সোহেল রানা, রাকিব হোসেন, রাসেল হোসেন, আকতার হোসেন অপু, সুমন সরদার, রাকিব হোসেন, রবিন উন হাসান জাহিদ, পলাশ, বাপ্পি, আশরাফুজ্জামান সজিব, আলিফ আল মাহমুদ লুকেন, এসএম তোহিদ দুর্লভ, জয়নাল আবেদীন জনি, টোকেন মতিয়ার থানা দক্ষিণ যুবদলের সিনিয়র যুব আহ্বায়ক বশির উদ্দিন সানি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য হাসেম শেখ, সহ রাজশাহী মহানগর যুবদল ও থানা এর নেতৃবৃন্দ। উক্ত সভাটি সঞ্চালনা করেন কাশিয়ানা থানা যুবদলের আহ্বায়ক এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম।