সাধারণ মানুষ আজ ন্যায্য বিচার থেকে বঞ্চিত : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিনা ভোটের সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিকল্পিতভাবে বিএনপিসহ বিএনপিমনা নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গুম খুন করে বিরোধী দলের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আজ দেশের মানুষের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই। সাধারণ মানুষ আজ ন্যায্য বিচার থেকে বঞ্চিত।
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনীকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার সকালে শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে জামালপুর সদর উপজেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ দুই ভাগে বিভক্ত। একদিকে সাধারণ মানুষ, ব্যবসায়ী তারা আজ নি:স্ব, অসহায়, পঙ্গু হয়ে পড়েছে। অন্যদিকে লুটপাটের মধ্যদিয়ে সরকারের এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছে। সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। আগামী দিনে রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির সাথে যুবদলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জামালপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক এমদাদুল হক, ফিরোজ মিয়া, সদস্য মঞ্জুরুল ইসলাম, মেহেদী হাসান কনক ও নূর ইসলাম।
এর আগে শহরের জরিনা মিয়ার উদ্দিন স্কুলের সামনে থেকে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।