যুবদল নেতা ধনী হত্যার প্রতিবাদে না'গঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৩৮ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে চাষাঢ়া রেল স্টেশনে আসেন যুবদলের নেতাকর্মীরা।
সেখান থেকে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুব দলের নেতাকর্মীরা।
সমাবেশে মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দেশের প্রশাসনের উপর জনগণের যে আস্থা সেটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আজকে প্রশাসনকে খুনি হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে, যা শুধু নিজের ব্যক্তিগত ও তার পরিবারের কাজে ব্যবহার করছেন। এই খুনি হাসিনা সাধারণ জনগনের পাশে নাই। তাই আজকে আমার ভাই যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনীকে হারাতে হয়েছে। আজকে আমার ভাই হারাতে হয়েছে, কাল আপনার সন্তান নয়তো আপনার বাবা তা না হলে আপনার শশুর, না হয় আপনার ভাইকে হারাতে হবে। এই খুনি হাসিনা যতদিন বেঁচে থাকবে তত দিন সাধারণ মানুষ কোন শান্তি পাবে না। আজকে আমাদের মাঝে ধনি ভাই নাই, তবে তার সহযোদ্ধারা রয়েছেন। এই খুনি হাসিনা ও প্রশাসন আর যদি কোন ধনি ভাইকে হত্যা করতে চায়, তা হলে আমরা কোন ছাড় দিবো না।