এদেশে গুম খুনের বিচার একদিন হবেই : মামুন হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১ পিএম, ১৩ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৮ এএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেছেন, এই সরকার গুম, খুন আর নির্যাতন করে চিরকাল ক্ষমতায় থাকতে চায়। তারা জনগণের ওপর অত্যাচার করে, মানবাধিকার লুণ্ঠন করে, ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। কিন্তু এই দিনে দিন নয়, দিন আরো আছে। সকল গুম, খুন আর অত্যাচারের বিচার একদিন এই বাংলাদেশে হবে। এই ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
আজ বুধবার (১৩ জুলাই) যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির জানাজা নামাজের আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার যশোর শহরের বেজপাড়ায় আওয়ামী সন্ত্রাসীরা পৈশাচিক কায়দায় হামলা করে ধনিকে হত্যা করে। আজ বুধবার জানাজা নামাজ শেষে দাফন করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে কান্নার রোল পড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
মামুন হাসান বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মীসহ ভিন্নমতাবলম্বীদের গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কিন্তু এই দিনই শেষ নয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে একদিন এসব গুম-খুনের বিচার করা হবে। সেদিন আর বেশিদূরে নয়।
যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্যের বন্ধন থাকতে হবে। ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই দল তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবে। এই নিশিরাতের আওয়ামী সরকারকে বিদায় করতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপিসহ সকল বিরোধী দল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এই ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা সেই সফলতা পাবই।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, মাগুড়া জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, ঝিনাইদাহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।