জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস-এর সাথে দুপুরে বিএনপি'র বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ পিএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১৭ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যাচ্ছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস।
আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টায় গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে জিন লুইসের সঙ্গে বৈঠক করবে বিএনপি মহাসচিব-এর নেতৃত্বে প্রতিনিধি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, আয়ারল্যান্ডের নাগরিক জিন লুইসের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ফরেইন কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বৈঠকে জিন লুইসের সঙ্গে আরও কয়েকজন প্রতিনিধি থাকতে পারেন। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিই প্রাধান্য পাচ্ছে, এমন ইঙ্গিত রয়েছে দলটির নেতাদের তরফে। তবে বৈঠকের আগে কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।