খালিশপুরে বকুল করোনা সাপোর্ট সেন্টারের উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ পিএম, ১১ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১০:০১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রতিষ্ঠিত এবং তার সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত "বকুল করোনা সাপোর্ট সেন্টারের" উদ্যোগে খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানী কৃত পশুর বর্জ্য অপসারণ এবং পরিবেশ দূষণ রক্ষায় থানার সকল এলাকায় ব্লিচিং পাউডার স্প্রে করা হয়েছে।
গতকাল রবিবার (১০ জুলাই) দুপুর ১টা থেকে "বকুল করোনা সাপোর্ট সেন্টারের" প্রায় ২০জন সেচ্ছাসেবী খালিশপুর থানার ১৩নং ওয়ার্ডের দৌলতপুর জুট মিল মোড়, ১১নং ওয়ার্ডের তৈয়বা কলোনী মোড়, ১২নং ওয়ার্ডের হাউজিং বাজার আবাসিক এলাকা ও খালিশপুর থানা মোড়, ১০নং ওয়ার্ডের নয়াবাটি মোড় চিত্রালি ও লিবার্টি মোড়, ৭নং ওয়ার্ডের ট্যাংক লরি মোড়, ৮নং ওয়ার্ডের পাওয়ার হাউজ মোড় সহ থানার অধিকাংশ এলাকায় কোরবানী কৃত পশুর বর্জ্য অপসারণ করেন এবং কোরবানী কৃত পশুর বর্জ্য ও রক্ত থেকে যেন পরিবেশ দূষিত না হয় তার জন্য উক্ত পয়েন্ট গুলোতে জীবাণুনাশক পাউডার হিসেবে ব্লিচিং স্প্রে করা হয়।
এপ্রসঙ্গে বকুল করোনা সাপোর্ট সেন্টারের সেচ্ছাসেবী এবং খুলনা মহানগর যুবদল নেতা খায়রুজ্জামান শামীম বলেন, গতবছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল আযহার পূর্বেই খুলনা-৩ আসনের মানবিক জননেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই ঈদের দিনেই খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের যে সকল পয়েন্টে পশু কোরবানী করা হয় সেসব পয়েন্টে কোরবানীর বর্জ্য অপসারণ এবং ব্লিচিং পাউডার স্প্রে করার ব্যাপারে আমাদের সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছিলেন। সে মোতাবেক এবছরও আমরা বকুল করোনা সাপোর্ট সেন্টারের সেচ্ছাসেবীরা খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের অধিকাংশ পয়েন্টে আমাদের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও বকুল করোনা সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে এসকল সামাজিক এবং মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।