সাবেক এমপি শাহানা রহমানের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ৬ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৫ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক এমপি ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহানা রহমান এর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর শোকবার্তা
সাবেক এমপি ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহানা রহমান গতকাল রাত ৮ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। শাহানা রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণের একান্ত অনুসারী মরহুমা শাহানা রহমান একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে নিজ এলাকায় অত্যন্ত সুপরিচিত ছিলেন। জনসেবার মূল লক্ষ্য নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন আপনজন। জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করতেও তাঁর অবদান ছিল প্রশংসনীয়। সকল গণতান্ত্রিক আন্দোলনে মরহুমা শাহানা রহমান সক্রিয় থেকেছেন। তিনি ছিলেন একজন সৎ, কর্তব্যপরায়ণ এবং আদর্শনিষ্ঠ মহিলা।
তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
পৃথক এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক এমপি ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহানা রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, "রাজনীতিবিদ হিসেবে নিজ এলাকায় তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয়। তিনি শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ, ১৯ দফা কর্মসূচি ও উন্নয়ন-উৎপাদনের রাজনীতিতে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। নিজ এলাকায় দলকে সুপ্রতিষ্ঠিত করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
তিনি জাতীয়তাবাদী মহিলা দলেরও একজন বলিষ্ঠ নেত্রী ছিলেন। দেশের বিভিন্ন ক্রান্তিকালে শাহানা রহমান দলের নীতি, আদর্শ ও কর্মসূচি পালন থেকে ন্যুনতম বিচ্যুৎ হননি। আমি শাহানা রহমান এর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"