গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে শহীদ আসাদ অনুপ্রেরণা-জাগপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১০ এএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৩২ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
২০ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদ আসাদের অসামান্য অবদান দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আসাদুজ্জামান বেঁচে থাকলে এই বাংলা আরেকজন বিপ্লবী পেতো। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সর্বহারার মুক্তির স্বপ্ন দেখা একজন বিপ্লবী।
আজ বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি গণতন্ত্রবিরোধী বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধে শহীদ আসাদের প্রদর্শিত পথে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, শহীদ আসাদের রক্তের পথ ধরেই আজকের বাংলাদেশ। তার স্বপ্নের গণতান্ত্রিক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে আসাদের আত্মত্যাগের পথ ধরেই আমাদের দেশে মুক্তিযুদ্ধের পথ সুগম হয়েছিল। আসাদের স্বপ্ন শোষণমুক্ত স্বাধীন বাংলা আজও প্রতিষ্ঠিত হয়নি। জাগপা ঢাকা মহানগর সভাপতি মো. হোসেন মোবারকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জোহা, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদউদ্দিন পাটোয়ারী, মহানগর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, আহমদ হোসেন প্রমুখ।