হামলা, মামলা, নির্যাতন করে বিএনপি'কে দমানো যাবেনা-সাবেক এমপি কিরন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ পিএম, ২০ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০৮ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
শরীয়তপুর জেলা বিএনপি'র সভাপতি, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরন বলেছেন, শত নির্যাতনেও বিএনপি ঘুরে দাঁড়াবে। হামলা-মামলা-নির্যাতন করে বিএনপি'কে দমানো যাবেনা। বিএনপি বাংলাদেশের গণমানুষের দল; একে ধ্বংস করা সহজ নয়। বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। বিএনপি সবসময় নির্যাতিত, নিপিড়িত ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত। বিএনপি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, বিএনপি দেশের মানুষের কথা বলে।
আজ বুধবার (২০ জানুয়ারী) শরীয়তপুর কোর্টে একটি রাজনৈতিক মামলায় হাজিরা শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, হাজী বিএম হারুন অর রশীদ. যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লুৎফর রহমান ঢালী, দপ্তর সম্পাদক কামরুল হাসান, সখিপুর থানা সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক নান্টু মালত, নড়িয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট মোল্যা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওহেদুজ্জামান উজ্জল শরীফ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রাতুল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সাবেক এমপি সফিকুর রহমান কিরন আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্রের জন্য সর্বদা আপোষহীন। আর বিএনপি জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। এজন্য বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।