নারায়ণগঞ্জে কৃষকলীগ নেতা দৌলত মেম্বার খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ২৭ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১২:১৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি দৌলত হোসেন খুন হয়েছেন।
গতকাল রবিবার (২৬ জুন) রাত ১০টার দিকে চরসৈয়দপুর এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে গভীর রাতে হাসপাতালে মারা যান তিনি। দৌলত মেম্বার ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার একাধিক সম্পত্তি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এনিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। এক পক্ষে ছিলেন রবিন ও অপর পক্ষে ছিলেন লুৎফর রহমান। ওই সময়ে দুই পক্ষের মধ্যে মারামারিত একাধিকজন হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে রবিনের বিরুদ্ধে অবস্থান নেন দৌলত মেম্বার ও তার লোকজন। এনিয়ে এলাকাতে উত্তেজনা ছিল।
রোববার রাতে এ নিয়ে গোগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারের গতিরোধ করে কয়েকজন সন্ত্রাসী। পরে তারা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে দ্রুত ঢাকায় আজগর আলী হাসপাতালে নেয়া হলে মারা যান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, এলাকায় উত্তেজনা নিরূপণে পুলিশ মোতায়েন আছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।