জাতীয়তাবাদ এবং জিয়া পরিবার শীর্ষক তৃণমুল অনুষ্ঠান করলো পাবনা জাসাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৫১ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
"গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান" স্লোগান নিয়ে পাবনা জেলা জাসাস তৃণমুলে ভিডিও চিত্র প্রদর্শন করে চলেছে।
গতকাল শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৭ঃ৩০ টা থেকে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় সহস্রাধিক নারী-পুরুষের সমাগম করে "জাতীয়তাবাদ এবং জিয়া পরিবার" শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শন করেছেন। ওয়ার্ড থেকে ইউনিয়নে ১০৫ টি প্রগ্রামের এটি ছিলো দ্বিতীয় আয়োজন।
আয়োজনটি অনুপ্রানিত করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুননবী স্বপন। তিনি বলেন, পাবনার সকল ইউনিয়নে নূন্যতম তিনটি এলাকায় জাসাসের এমন আয়োজন করবার ব্যবস্থা করে দেবে সদর উপজেলা বিএনপি। তৃণমূলের নারী-পুরুষ, কিশোর-যুবকদের দেখাতে ও বোঝাতে হবে এসব তথ্যচিত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ। অনুষ্ঠান পরিচালনা করেছেন জেলা জাসাসের সদস্য সচিব জুবায়ের খান প্রিন্স। জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ভুঁইয়ার আহ্বানে এই আয়োজনে শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সকলে দাঁড়িয়ে স্বকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।
আয়োজনটির অন্যতম সহযোগী ছবির গল্প তাদের কাজের কিছু চিত্র তুলে ধরে এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বেশ কিছু ভিডিও দেখানো হয়।
এখানে উপস্থিত ছিলেন, সদর পৌর বিএনপির সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, সদর উওজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার মো. সেলিম রেজা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল সহ জাসাসের জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।