কুষ্টিয়া খালেদা জিয়ার রোগমুক্তি ও বন্যা কবলিত মানুষের জন্য দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪৩ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ বন্যা কবলিত জেলার মানুষের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (২২ জুন) কুষ্টিয়া জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বর্তমান ক্ষমতাসীনদের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সদ্য সুইস ব্যাংক থেকে প্রকাশিত রিপোর্টে প্রকাশ হয়েছে যে, বাংলাদেশীদের প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা সেখানে জমা রয়েছে। এসব ক্ষমতাসীন ও প্রশাসনের একটা প্রভাবশালী অংশের এই অর্থ জমা হয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে উদ্দেশ্যমূলকভাবে কারাদণ্ড দিয়েছেন। তিনি আজ অসুস্থ। তার চিকিৎসার জন্য বিদেশ পাঠানো খুবই জরুরী, অথচ বর্তমান ফ্যাসিস্ট সরকার সুচিকিৎসার কোনো ব্যবস্থা করছে না। এমনকি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতেও বাধা দিচ্ছে।
তিনি তার আশু রোগমুক্তি কামনা করেন এবং অবিলম্বে তার এই মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান। সেইসাথে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও সারা বাংলাদেশের বিএনপিসহ বিরোধী মতাবলম্বীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি করেন।
এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম, নীলফামারীসহ দেশের প্রায় অর্ধেক অংশ তলিয়ে গেছে। সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি, গবাদিপশু, ক্ষেত-খামার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য না করে এই ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় করে জাতির সাথে তামাশা করছে।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি'র সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ভার্চুয়ালে দোয়া মাহফিল অংশগ্রহণ করেন।
কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বন্যা কবলিত এলাকার মানুষের জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মিয়ারুল ইসলাম দুলাল।