শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ এএম, ২০ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩৯ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) ৮৫তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে নগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলমের সভাপতিত্বে সদস্যসচিব মো. শরিফুল ইসলাম তুহিনের সঞ্চলনায় নগরীর ২ নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে নগরীর শাহ আমানত (রা.) মাজারস্থ এতিমখানায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, মাহমুদুর রহমান বাবু, মো. আনাছ, নূর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সামসুদ্দিন সামসু, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, কামরুল হাসান আকাশ, আবু হাসনাত জুয়েল, মো. আব্বাস উদ্দিনসহ বিভিন্ন থানা, কলেজ, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।
হালুয়াঘাট :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে দুপুরে ধারা বাজারে এলফ-চাইল্ড মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলার ১২টি ইউনিয়নের ১২শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে রাজনীতি করেছেন। তাঁর আদর্শ ধারণ করে বিএনপি জনগণের সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করছে। এক যুগ বিরোধী দলে থেকেও আমরা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীত, বন্যা, করোনাসহ সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুল ও ধারা এলফ-চাইল্ড মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলা বিএনপি নেতা আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, জয়নাল আবেদীন ফকির, আলী আশরাফ, আবদুল আজিজ খান, মনিরুজ্জামান স্বাধীন, হোসনে আরা নীলু, মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, মনোয়ারা বেগম ময়না, বোরহান ঢালি, আবদুস সাত্তার, ইসহাক মাস্টার, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসিফ, আবু নাসের, তাজবীর হোসেন, নাইমুর আরেফিন পাপন, যুবদল নেতা হুমায়ুন ইসলাম, শ্রমিক দল নেতা আবদুল গণি, মশিউজ্জামান, তাঁতী দল নেতা আবদুল লতিফ, আবদুল জলিল, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন খান প্রমুখ। এছাড়া গত মঙ্গলবার ধোবাউড়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জামালপুর :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার স্টেশন রোডে জগবন্ধু স্কুল মাঠে ময়মনসিংহ বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে জিয়া শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা লিয়াকত আলী, শহীদুল হক খান দুলাল, রেজভী আল জামালী রনজু, লোকমান আহম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, গোলাম রব্বানী, গাউছুল আজম শাহীন, রুহুল আমিন মিলন, শাহ মাসুদ, শ্রমিক দল নেতা শেখ সোবাহান, স্বেচ্ছাসেবক দল নেতা কাওসার, মহিলা দল নেত্রী শেলীনা বেগম প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও পাঁচ শতাধিক গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মেহেরপুর : মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
টাঙ্গাইল :
টাঙ্গাইল থেকে জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, টাঙ্গাইল পৌর নির্বাচন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু প্রমুখ।
এ সময় বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর:
মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী রংপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এ লক্ষ্যে গতকাল মহানগর ও জেলা বিএনপি পৃথক কর্মসূচি পালন করে। ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। তাদের মনে প্রাণের সঞ্চার করেছে। বক্তব্য শোনার জন্যে দলে দলে নেতাকর্মী নির্ধারিত সময়ের আগেই গ্র্যান্ডহোটেল মোড়ের দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে। প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তার মুখের দু’টি কথা শোনার জন্য তারা দীর্ঘসময় অপেক্ষা করে।
সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল ছাড়াও এই মহান নেতার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক সইদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, সহ-সভাপতি মামুনার রশিদ মামুন, আফছার আলী, কাজী খয়রাত হোসেন, যুগ্ম-সম্পাদক শাহান, আমিনুল ইসলাম রাঙ্গা, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদআনিসুর রহমান লাকু, বাবলু, সংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সহ-দফতর সম্পাদক আবু আলী মিঠু, সহ-প্রচার সম্পাদক বিপু, মহনগর ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।
কুড়িগ্রাম :
মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের দাদা মোড় সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সহ-সভাপতি জহুরুল আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম-সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সম্পাদক ইদ্রিস আলী, জামিল আহমেদ, জেলা ড্যাবের আহবায়ক ডাঃ তাজুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান প্রমুখ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল জুম মিটিং এ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে মঙ্গলবার বেলা ১১টায় সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা সদরে আশিক সুপার মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
থানা বিএনপির সহ-সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ উল্লা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, বিএনপির সিনিয়র নেতা লাল মিয়া মেম্বার, সাবেক ইউপি মেম্বার আমির হোসেন, থানা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, থানা মহিলা সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা, সাধারণ সম্পাদক পিয়ারা বেগম, আড়াইহাজার পৌরসভা মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ দোয়া পড়ানো হয়।
প্রধান অতিথি পারভিন আক্তার বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা একটি স্বাধীন সার্বভৌরাষ্ট্র পেতাম না। জিয়াউর রহমান মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন। শেখ হাসিনার সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তিনি আরও বলেন, ‘মিড নাইট’ এই সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচনের বিজয়ী হওয়ার পরই বিএনপির সমর্থিত একজন কাউন্সিলরকে প্রকাশ্যে খুন করা হয়েছে। ন্যক্কারজনক এই ঘটনাকে আমি ধিক্কার জানাই। সেই সাথে দ্রত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। পারভীন আক্তারের নিজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর:
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ও যশোর সদর উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০০ জন শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালনের অংশ হিসেবে সদর উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির কাজী আজমসহ উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রদল গতকাল মাওনা চৌরাস্তায় উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম রিফাত মড়লের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারের পরিচালনায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন কাইয়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহীন মমতাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবু কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মড়ল, পৌর কৃষকদলের সভাপতি ডাঃ মুজাহিদুল কবির, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. আহসান কবির, জেলা ছাত্রদল নেতা রাসেল সরকার, যুবদলনেতা আবুল হোসেন, মনির ফকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন, মামুন ফরাজী, বাপ্পী সরকার, সজিব সিকদার, ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, রাব্বি, টিপু, মাহফুজ, তানবীর, মোমেন, রিপন সরকার, হুমায়ুন, রিফাত বেপারী, শ্রীপুর কলেজের ছাত্রনেতা গুলজার মন্ডল, পিয়ার আলী কলেজের ছাত্রনেতা আলামীন প্রমুখ।
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ বেলকুচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বেলকুচি তামাই বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির নেতা আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপি সদস্য নুর ইসলাম গোলাম, সেলিম খান লিটন, কেরামত আলী তালুকদার, হাফেজ মো. শাহীন, এবাদুর রহমান রাজা, বিএনপি নেতা জাহিদুল হক মুক্তা, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহসান প্রমুখ।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি ১৯৩৬ সালে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭৭ সালে তিনি প্রেসিডেন্ট হন। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালে ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।
যশোর :
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতর ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, যুবদল নেতা আলমগীর ছিদ্দিক, আব্দুল হালিম অটল, মেহেদী হাসান বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান হিমেল, ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, মনিরুল ইসলাম, ফরহাদ হোসেন, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ মাহফিল, দোয়া, কেক কেটে ও র্যালির মাধ্যমে উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির আহবায়ক আব্দুল বাতেন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাখাওয়াত হোসেন শাহীন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হায়াতুন্নবী, বিএনপি নেতা আলী আকবর, আব্দুল মান্নান, সোহরাব হোসেন, শাহাজাহান, সুয়া মিয়া, মোবারক হোসেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল নেতা নাছির উদ্দিন, আব্দুস সাত্তার, যুবদল নেতা কবির খান, নুর গোলশাহ, মোশারফ হোসেন, পৌর কৃষক দল নেতা নুরুল আমিন, ছাত্রদল নেতা বাবলু মজুমদার, আমির হামজা মুন্না, লাবলু, আব্দুল হান্নান তুষার, হারুন রশিদ, আবু বক্কর, রবিন, হাবিবুর রহমান প্রমুখ।
ভোলা:
তজুমদ্দিন উপজেলা যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণে বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মঙ্গলবার (১৯ জানুয়ারি) জন্মদিনের অনুষ্ঠানের আলোচনা সভায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে নেতাকর্মিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি নাছিরউদ্দিন ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন মহাজন, সাংগঠনিক সম্পাদক জামালউদ্দিন, দফতর সম্পাদক শামছুদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন হাং প্রমুখ।