নির্বাচনের পরিবেশ এখনও সবার জন্য সমান হয়নি-ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ এএম, ২০ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১২:১৫ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখনও সবার জন্য সমান হয়নি। গণসংযোগে ভয় ভীতি প্রদর্শন করছে সরকার দলীয় সন্ত্রাসীরা।
গতকাল আমাদের প্রচার গাড়িবহরে হামলা হয়েছে, প্রশাসন তাদের এখনও চিহ্নিত করতে পারেনি। এছাড়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রত্যেক এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রত্যেক ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় মাদারবাড়ীতে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, গণসংযোগ গণ সমাবেশে পরিণত হয়েছে। যেখানে যাচ্ছি ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছি। ধানের শীষের প্রতি যে মানুষের আবেগ তা ধরে রাখতে না পেরে, আমাদের গণসংযোগে যোগ দিচ্ছেন। সিটি করপোরেশন নির্বাচনের আগে নগরীর ৫ থানার ওসি রদবদলের বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা এবারের নির্বাচনে ফিরিয়ে আনার মোক্ষম হাতিয়ার। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপালন করে এর প্রমাণ দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা সাইফুল আলম, কাউন্সিলর প্রার্থী হাজী সালা উদ্দীন, আবু মুচা বাবলুসহ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নগরীর বিপ্লব উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জন্মদিন উপলক্ষ পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শাহাদাত নগর বিএনপির পক্ষ থেকে।