ভৈরবে মেঘনার তীব্র ভাঙ্গন : ২ শ্রমিক নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ এএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩৭ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
কিশোরগঞ্জের ভৈরবে, নদীবন্দর এলাকায় একটি রাইছ মিলের শ্রমিকদের বসতঘর মেঘনা নদীতে বিলীন হয়ে শরীফ ও মোস্তাক নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের পরিবারে চলছে এখন শোকের মাতম। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন।
আজ রবিবার সকাল ৮টার দিকে ভৈরব বাজার নদীবন্দর সংলগ্ন নদী তীরবর্তী এই রাইছ মিলটির দক্ষীন-পূর্বকোণে ভাঙ্গন দেখা দিলে শ্রমিকরা তাদের ঘরের মালামাল সরানোর কাজ করছিলেন। ওই সময় হঠাৎ একটি ঘর ভেঙে নদীগর্ভে তলিয়ে গেলে শরীফ ও মোস্তাক নিখোঁজ হন।
ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। বর্তমানে তারা তাদের মতো করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোণার ভয়াবহ বন্যার কারণে কয়েকদিন ধরে মেঘনা বেশ উত্তাল। বাড়ছে পানি প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল।
খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শনসহ উদ্ধার কাজের খোঁজ-খবর নেন। পরে তিনি গণমাধ্যকর্মীদের জানান, উজানের পানি ভৈরবের মেঘনা দিয়ে যেহেতু নামে, তাই ক'দিন ধরেই মেঘনা উত্তাল।