চট্টগ্রামে মামলায় জামিনে থাকার পরও বিএনপি নেতাকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১০ পিএম, ১৯ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০১:০০ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
উত্তর চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশ সব মামলায় জামিনে থাকার পর একটি বিশেষ মহলের ইন্দনে মীরসরাই উপজেলা বিএনপি’র অত্যন্ত সাহসী ও সাবেক ছাত্রনেতা এবং সদ্য ঘোষিত মীরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ জাহিদ হোসাইকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার (১৮ জুন) মীরসরাই থানা পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে বলে পাওয়া খবরে প্রকাশ।
মীরসরাই পৌরসভা ও উপজেলা বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি নেতা জাহিদ হোসাইন এর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব মামলায় তিনি জামিনে থাকার পর ও সদ্য ঘোষিত মীরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর একটি বিশেষ মহলের প্ররোচণায় মীরসরাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিএনপি নেতা জাহিদ হোসাইন কে গ্রেপ্তারের তিব্র নিন্দা জানিয়ে মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি/আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক (১নং) মোঃ নুরুল আমিন ও মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং ৪নং ধুম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মেঃ আজিজুর রহমান চৌধূরী প্রমুখ অবিলম্ভে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।
নের্তৃদ্বয় তাদের প্রদেয় বিবৃতিতে বলেন, ‘জগদ্দল পাথরের ন্যায়’ শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বর্তমান রাষ্ট্রিয় ক্ষমতায় চেপে বসে বিএনপি নেতা-কর্মীদেরকে দমন করার হাতিয়ার হিসেবে ‘জনগণের সেবক খ্যাত’ পুলিশ বাহিনী সহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ভাবে বিনা কারণে আর কোনো বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হলে এর সমুচিত জবাব দিতে বিএনপি নেতা-কর্মীরা প্রস্তুতি নিতে বাধ্য থাকবে।