দুবাইতে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ এএম, ১৯ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১০:৫৩ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সঠিক চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হতে পারছেন না৷ আর এজন্য দায়ী বর্তমান সরকার। মন্ত্রী পরিষদের সদস্যদের সর্দি-জ্বর হলেই বিদেশে চিকিৎসা করালেও সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছে৷ এহেন আচরণের কারণে বেগম জিয়ার কিছু হলে সরকারকে দায় নিতে হবে।
এসময় বক্তারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দেশ বিদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়ার আহ্বান জানান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও ডা.জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
আজ শনিবার (১৮ জুন) দুবাই বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
সাধারণ সম্পাদক মুজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন, বিশেষ অতিথি আমিরাত বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, আবু সাহেদ রাসেল, নাছির উদ্দীন চৌধুরী, আজিম উদ্দিন তালুকদার, এস,এম,মোদাচ্ছের শাহ্ , মনিরুল আলম জনি, ফরিদ আহমেদ শাহীন, নীল রতন দাস, হুমায়ুন কবির সুমন, নিজাম উদ্দিন সোহেল সহ অনেকেই। পরে মাওলানা কবির সাহেবের বিশেষ দোয়া ও মুনাজাতের পর দুস্থ মানুষের মাঝে তবররুক বিতরণ করা হয়।