খালেদা জিয়ার জন্য ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ এএম, ১৯ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০১:০৭ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দেগ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) বিকেলে বাদ আছর ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদারের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রেখেছে। তাকে সু-চিকিৎসা করার সুবিধা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সকলের সহোযোগিতায় আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবো সু- চিকিৎসা প্রদানসহ সুষ্টু নির্বাচন দিতে। তাছাড়া রাজপথে আন্দোলনের মাধ্যমেই তারেক রহমানকে এ দেশে নিয়ে আসা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন খান, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারন সম্পাদক ফারুক হোসেন সানী, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জহির, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এইচ, এম লিটন, থানা তাঁতি দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জল, সাধারন সম্পাদক মোঃ হোসেন, যুগ্ম আহবায়ক ইউনুস মাস্টার জেলা জাসাসের সহ-সভাপতি জাকির হোসেন, থানার সভাপতি এম,এ লতিফ তুষার, সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি সাবেক ইউপি সদস্য নজরুল মাতাব্বর, ফতুল্লা ইউপি ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জামান হোসেন, ফতুল্লা ইউপি যুবদলের সাধারন সম্পাদক প্রদীপ সাহা, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম রাজ, সাধারন সম্পাদক সালাউদ্দিন রানা, বক্তাবলী ইউনিয়ন যুবদল সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারন সম্পাদক আরিফ মন্ডল,সাধারন সম্পাদক শাহিন কাদির, ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের জাভেদ, জেলা ছাত্রদল নেতা পিয়াস খন্দকার।
এছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ, মামুন মিয়া, রাসেল মাহামুদ, আরিফ প্রধান, সেলিম, জাহাঙ্গীর, যুবদল নেতা রুবেল চৌধুরী, আক্তার হোসেন, সুমন আহম্মেদ, শাহিন,মোহাম্মদ মিঠু, আরিফ হাসান, আদর্শ বাবুল, জীবন আহম্মেদ প্রমুখ।