দেশে আজ চরম দুঃশাসন চলছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৩ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশে আজ চরম দুঃশাসন চলছে। প্রয়াত বিএনপি নেতা কাজী বদরুদ্দোজা ইমন এই দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। সৎ ও সাহসী এই মানুষের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।
আজ শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সদ্য প্রয়াত যুগ্ম আহ্বায়ক কাজী বদরুদ্দোজা ইমনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভায় এসব কথা বলেন তিনি। উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরও বলেন, বদরুদ্দোজা ইমনের অবদান চিরদিন দল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মরহুম ইমন জিয়াউর রহমানের জাতীয়তাবাদের রাজনীতিতে অগাধ বিশ্বাসী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল আস্থা রেখে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিয়োগ করেছিলেন।
মরহুম বদরুদ্দোজা ইমনের লালিত স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে এমরান সালেহ প্রিন্স মরহুমের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে স্ত্রী, সন্তান ও ভাইসহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় তিনি বিএনপি মহাসচিবের শোকবার্তা পরিবারের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ১৪ জুন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বদরুদ্দোজা ইমন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।