চাটমোহরে বিএনপির মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮ এএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পাবনার চাটমোহরে গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার সাড়ে ৪টায় উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। বাধ্য হয়ে দলের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর সদরের প্রধান সড়কের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা–কর্মীরা।
আজ বিকেল সাড়ে ৪টায় চাটমোহর উপজেলা বিএনপি'র আহবায়ক সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশেরর নেতৃত্ব দেন উপজেলা যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু।
সমাবেশে বক্তব্য দেন, মোঃ নুরুল ইসলাম আরোজ খান, মোঃ আঃ আজিজ জোয়াদ্দার, অ্যাড. আঃ হালিম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ লিখন বিশ্বাস, মোঃ ফারুক হোসেন, মোঃ ককিল উদ্দিন, মোঃ মোহসীন আলী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, মোঃ রাশেদুল ইসলাম হেলাল, মোঃ রেজাউল সরকার, মোঃ আসাদুজ্জামান লেবু, মোঃ তানভির হোসেন লিখন, আব্দুর রশিদ, সোহেল রানা, মোঃ রবিউল করিম, মোঃ জাকির হোসেন, মোঃ হারুনুর রশীদ প্রমূখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম বিপাকে আছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থ। ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। তাদের লুটপাটের কারণেই দেশের এ করুণ অবস্থা। এই ব্যর্থ সরকারের কবল থেকে দেশের মানুষ মুক্তি চায়।