গৌরনদীতে যুবদল নেতা ভিপি জাকিরের উপর সরকার দলীয় ক্যাডারদের নৃশংস হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪২ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা জাকির হোসেন রাজার উপর স্থানীয় সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারারা নৃশংস হামলা চালায়।
গতকাল শনিবার (১১ জুন) বিকাল ৫ টায় গৌরনদী পৌরসভার বানিয়াশুরির নিজ বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে।
পরবর্তীতে আবারও হামলার আশঙ্কায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবর্তে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলাধীন গৈলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মাথায় প্রচণ্ড আঘাতে রক্তপাত নিয়ন্ত্রণে না আসায় চিকিৎসকরা তাকে জরুরী ভিত্তিতে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সর্বশেষ খবর অনুযায়ী ভিপি জাকিরকে বর্তমানে বরিশাল মেডিক্যাল কলেজে ভর্তি আছেন। মাথায় আঘাতের ফলে তাকে ১০ টি সেলাই দিতে হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
যুবদল নেতা ভিপি জাকিরের উপর হামলার খবর পেয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন টেলিফোনে চিকিৎসা কার্যক্রমের সর্বাত্মক তত্ত্বাবধান করছেন। এক বার্তায় সাবেক এই সাংসদ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন নিরস্ত্র ভিন্ন রাজনৈতিক নেতার উপর সরকার দলীয় ক্যাডারদের এধরনের হামলাকে ফ্যাসিষ্ট আচরণের চুড়ান্ত বহিপ্রকাশ বলে মন্তব্য করেন। তিঁনি প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে অবলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহবান জানান।
এদিকে আহত যুবদল নেতা জাকির হোসেন রাজাকে দেখতে বরিশাল জেলা উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল তাৎক্ষণিক বরিশাল মেডিক্যাল কলেজে ছুটে যান। তিনি চিকিৎসা কার্যক্রমের সামগ্রিক খোঁজখবর নেন।
এসময় উত্তর জেলা বিএনপির সদস্য সচিবের সঙ্গে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা সহ উত্তর জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।