যারা আঙ্গুল তোলেন, আন্দোলনে আসেন : রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ এএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৩২ এএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, আমরা যারা দল করি আমাদের বিরুদ্ধে যারা ঈর্ষান্বিত হয়ে আঙ্গুল তোলেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এ পনেরো বছর কী করেছেন। আপনারা নিজেদের হিসাব নিজেরা করুন। তারপর আমাদের বিরুদ্ধে কথা বলবেন। আজকে যারা এখানে আওয়াজ করেন আন্দোলনে আসেন। আমরা আপনাদের আন্দোলনে দেখতে চাই। বিক্ষোভ, হরতাল কর্মসূচিতে আপনাদের দেখতে চাই। আপনাদের তো ২৬শে মার্চ আর ২১শে ফেব্রুয়ারি ছাড়া দেখা যায় না। এগুলো ছেড়ে আন্দোলন সংগ্রামে আসুন। আমরা আপনাদের নেতৃত্বে রাজনীতি করব।
আজ শনিবার (১১ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসের মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে নিজ বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কী কারনে বিশৃঙ্খলা করতে চান। শহীদ রাষ্ট্রপতির আদর্শের গড়া দল। এ দলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারেক রহমাব আপনাদের কর্মকাণ্ডের খবর রাখছেন। আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন রাজপথে এসে আমাদের জন্য আন্দোলন সংগ্রাম করতে পারেন সেই দোয়া করবেন।