অনির্বাচিত সরকারের কাছে জনগণের কোনো মূল্য নাই : শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:৩৮ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সরকার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে মানুষকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীনভাবে দাম বেড়েই চলেছে। আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোন মূল্য নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। এখন আওয়ামী লীগ সরকারের পায়ের নীচে মাটি নেই। তারা এখন আবোল-তাবোল বকছে। সারাদেশের মানুষ আজকে এই সরকারের পতনের আওয়াজ শোনার জন্য প্রস্তুত হয়েছে। জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।
আজ শনিবার (১১ জুন) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। আজকে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা অবনতি হয়েছে, উনাকে এভারকেয়ারে ভর্তি করা হয়েছে। বার বার সরকারের কাছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করলেও তারা অনুমতি দেয়নি। এতে স্পষ্ট এই সরকারের মানবিকতা, মানবতা বলতে কিছু নেই। আমরা হুশিয়ার করে বলতে চাই, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, তাহলে শেখ হাসিনাকে তার দায় নিতে হবে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার এবং মাফিয়া ভোট ডাকাত এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের। আসুন জনগণের সরকার প্রতিষ্ঠায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন আন্দোলন গড়ে তুলি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, সালাউদ্দিন আহমেদ, এডভোকেট আবু তাহের, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী মোঃ সালাউদ্দিন, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মোহাম্মদ জাকের হোসেন, ওয়াহিদ প্রমুখ।