শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০১:৩০ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
গ্যাসসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ ১১ জুন শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রঘুনাথ বাজারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা এ.টি.এম আমীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল হক লাভলু, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, থানা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রহুল আমীন, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।
সমাবেশের সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, এই সরকার স্বৈরাচারী সরকার, অবৈধ সরকার, ভোটচোর সরকার, লুটেরা সরকার, সর্বোপরী গণবিচ্ছিন্ন সরকার। তাই এই সরকার বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা ও মনের খবর বা সুখ-দুঃখের খবর রাখে না। এই জালেম সরকার বাংলাদেশের মানুষের দু’বেলা খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিয়েছে। শুধু তাই না মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিগত ১২-১৩ বছরে তাঁর শাসনামলে ন্যায় বিচার কেড়ে নিয়ে দলীয়করণের মাধ্যমে বিচার ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, এই সরকারের সকল প্রকার নিষ্পেষণে জনগণের আজ নাভিশ্বাস উঠে গেছে। তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে শেখ হাসিনা অবৈধভাবে নিশি রাতে ক্ষমতায় এসে সংসদে বসে থাকলেও মহানবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে ভারতে কটূক্তি করলেও ভারতের এজেন্ট তোষামোদকারী শেখ হাসিনা সরকারের কটূক্তিকারীদের বিরুদ্ধে কোন ধরণের বক্তব্য দেয়ার সাহস নাই। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এহেন লজ্জাজনক ভূমিকার জবাব সামনের দিনগুলিতে দিবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আজ বিদ্যুৎ, গ্যাসসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়ে গেছে। কিন্তু এই সরকারের কোনরকমের মাথাব্যাথা নাই। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। প্রশাসনের সহায়তায় যেহেতু এই সরকার অবৈধভাবে নিশি রাতের ভোটে নির্বাচিত হয়েছে তাই এবারের বাজেটে সাধারণ জনগণের কথা মাথায় না রেখে জনপ্রশাসন মন্ত্রালয়ে বরাদ্দ আরো বৃদ্ধি করেছে, যাতে করে সামনের দিনগুলোতেও প্রশাসনকে দিয়ে অবৈধ এ সুযোগ করে নেওয়া যায়।
প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন, জনগণের পক্ষে থাকুন। নইলে কিন্তু জনগণই আপনাদের দাতভাঙ্গা জবাব দিবে।
সভাপতি মাহমুদুল হক রুবেল এ বেহায়া, নিশিরাতের ভোটারবিহীন মিথ্যাবাদী অবৈধ এ সরকারের পতন ঘটাতে রাজপথে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই জানিয়ে দলীয় নেতা-কর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হবার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপিসহ সকল অঙ্গদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।