ফরিদপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ শনিবার (১১ জুন) সকাল ১১টার দিকে শহরের ব্রক্ষ্মসমাজ সড়ক হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে পৌঁছে সমাবেশ করে।
জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজম খান,প্রমুখ।
বক্তাগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে যখন জনগণের নাভিশ্বাস উঠেছে, তখন সরকার জনগনের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের ব্যস্ত। দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে বলেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে বলে তারা অভিযোগ করেন।
এসময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, গোলাম রব্বানী ভূঁইয়া রতন ও তানভীর চৌধুরী রুবেল, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ওবায়দুল কাদের, মিজানুর রহমান মিনান, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল আনাম, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মাজেদ মিয়া, বিএনপি নেতা মামুন অর রশীদ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আব্দুল আল মামুন (রতন), ফরিদপুর মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ভিপি সেলিম, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।