এই সরকার জনগনের শক্র, জনগনের বিরুদ্ধে চলছে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৮ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২১ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, গ্যাসের মূল্য বৃদ্ধির কারনে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আজকের এই আওয়ামীলীগ সরকার সাধারন মানুষের ভোট ছাড়া সরকার। এই সরকার অতীতেও জনগনের পাশে ছিল না, এখনো জনগনের পাশে নাই। এই সরকার জনগনের শক্র, জনগনের বিরুদ্ধে চলছে।
প্রস্তাবিত বাজেট আওয়ামীলীগের লুটপাটকারী ব্যবসায়ীদের স্বার্থে দেয়া হয়েছে। এ বাজেট জনগনের স্বার্থ রক্ষার বাজেট নয়, আওয়ামীলীগের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বাজেট। কথা পরিস্কার এ বাজেট গরিব মারার বাজেট।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিক্ষোভ সমাবেশের নেতাকর্মীরা তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করেছে। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি গোলাম রব্বানী।
তিনি বলেন, সরকার দেশের জনগণ ও বিএনপিকে ভয় পায় বলেই এখনো বিভিন্ন জেলায় বিএনপিকে সভা, সমাবেশ করতে দেয়া হয় না। কারন তারা জানে যদি আমরা সভা-সমাবেশ করি তাহলে সরকারের সকল অপকর্ম আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে, তাদের মুখোশ জনগণের কাছে উম্মোচন হবে।
এই অবৈধ সরকার সব চেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপি পরিবারকে। বিএনপি সব চেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত। বর্তমান সরকার সব চেয়ে বেশি ভয় পায় এ দেশের জনগণ ও বিএনপিকে। তাই এই সরকারকে আর কোন ভাবেই সুযোগ দেওয়া যাবে না। তিনি সরকার পতনের আন্দোলনে রাজপথে বিএনপি নেতাকমীদের এক সাথে থাকার আহ্বান জানান।
আজ শনিবার (১১ জুন) দুপুরে শহরের স্টেশন রোডে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান বিপ্লব, মনজুর কাদের বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, গাউসুল আজম শাহীন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক শাহ মাসুদ প্রমূখ।