চট্টগ্রামে জোনায়েদ সাকির উপর হামলার প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩ এএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধ্যায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জোনায়েদ সাকিসহ 'গণতন্ত্র মঞ্চ' এর নেতা কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা আক্রমণ ও তাদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতেই ছাত্রলীগ নেতৃবৃন্দের উপর এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, সীতাকুন্ডের মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধদের দেখতে যেয়ে এই হামলা সরকার ও সরকারি দলের নগ্ন ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। এই দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গনতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ এর কর্মসূচী ঘোষণা করা হয়েছে।