সরকারের ব্যর্থতায় সীতাকুন্ডে এত মানুষকে জীবন দিতে হয়েছে : হাবিব-উন-নবী সোহেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৮ পিএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সীতাকুন্ড ট্রাজেডিতে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীনদের দেখতে এসে সরকারের অবহেলা ও ব্যর্থতায় অর্ধ শতাধিক প্রাণ ঝরে গেছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি হাবিব-উন-নবী সোহেল।
তিনি বলেন, অগ্নিকান্ড ও দূর্ঘটনা থেকে মানুষ বাঁচাতে জরুরী সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের আধুনিকায়ন না করে, জরুরী উদ্ধার সামগ্রী সরবরাহ না করে, অবৈধ সরকার দূর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানানো হচ্ছে!
তিনি বলেন, সরকারের আর কোনো অবহেলা সহ্য করা হবে না। তিনি বলেন, সীতাকুন্ড ট্রাজেডি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই সরকার কতখানি ব্যর্থ !
বিএনপি নেতা হাবিব-উন-নবী সোহেল বলেন, পর্যাপ্ত উদ্ধার সামগ্রী না থাকা সত্বেও অগ্নিকান্ডে আহত মানুষকে বাঁচাতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রানপণ চেষ্টা করে নিজেদের জীবন দিয়েছেন! সোহেল নিহত ফায়ার সার্ভিসের কর্মীসহ অগ্নিকান্ডে নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ক্ষতিপূরণ দেয়াসহ আহতদের সুচিকিৎসা দাবী করেন। তিনি সমাজের বিত্তবানদের নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।