নবাবগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ এএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫১ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ জুন) জুমা নামাজের পর উপজেলার কৈলাইল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মো. রবিউল ইসলাম অমিত। দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভা করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাক।
ঢাকা জেলা দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম নীরবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক আবুল কালাম খোন্দকার, ঢাকা জেলা বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক এড. সোহান, সদস্য বিকাশ সরকার, বিএনপিনেতা আব্দুল ওয়াহিদ, এরশাদ আল মামুন, মিজানুর রহমান, সেন্টু মোল্লা, জাহাঙ্গির, লেলিন আহমেদ রাসেল, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু খান, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি পবন মাহমুদ, যুবদলনেতা দূর্জয় মাহমুদ সোহেল, খলিলুর রহমান, নাজমুল আরেফিন সোয়াদ, ঝন্টু মোল্লা, মিরাজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক রাকিব, কাজী মেহেদী হাসান তপু, আরাফাত উদ্দিন খান, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা. সুমন খান, অর্পণ, সাকিব, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলনেতা শেখ সুমন, ইমরান মোল্লা, দোহার উপজেলা ছাত্রদলনেতা শিকদার আলমীর, সেলিম উসমান, পৌরসভা ছাত্রদলনেতা সজীব মোল্লা, সাঈদ, জয়পাড়া কলেজ ছাত্রদলনেতা সৌমিক ভূইয়া, আসাদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।