তারেক রহমানকে সরকার ভয় পায় বলে আসতে দিচ্ছে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৯ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৪ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের আইন আদালত ধ্বংস হয়ে গেছে। এ আদালতের মাধ্যমেই আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো প্রমাণ নেই, এর পরেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরে তার নাম দেয়া হয়েছে। তারেক রহমানকেও আজ সরকার ভয় পায় বলে তাকে দেশে আসতে দিতে চান না।
আজ শুক্রবার ( ৩ জুন) বেলা ১১টায় শহরের সরদার পাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে জামালপুর জেলা তারেক জিয়ার প্রজন্ম দল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরনপূবক সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।
জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি মোঃ হান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রিয় শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপি নেতা সজিব খান, গোলাম রব্বানী, জাসাস নেতা কাবিরুল হাসান, জেলা ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল মোমেন আকন্দ কাওসার প্রমূখ।
তিনি আরো বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মানুষের চরম দুর্ভোগ, দেশের মানুষ আজ নিরাপদে নেই, সারাদেশে লুটপাট,ধর্ষণ, খুন, গুম, অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে।
তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান।