আ'লীগ পায়ে পড়ে ঝগড়া করার জন্য কর্মসূচী দিয়েছে : ওয়াহাব আকন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ এএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:২৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আওয়ামী লীগ পায়ে পড়ে ঝগড়া করার জন্য কর্মসূচী দিয়েছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির নমিনি জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেন, তথাকথিত নিশি রাতের আওয়ামীলীগ সরকার পায়ে পড়ে ঝগড়া করার জন্য কর্মসূচী দিয়েছে। কিন্তু বিএনপি ধাক্কাধাক্কি করবে না। প্রশাসন জানে ময়মনসিংহের পরিবেশ ভিন্ন। অযথা মাঠ গরম করবেন না। যে কোন কালো শক্তিকে দাঁতভাঙ্গা জবাব দিতে ময়মনসিংহ বিএনপি প্রস্তুত আছে।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বিএনপি নেতা আরও বলেন, পদ-পদবির চিন্তা না করে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হোন। বিএনপি শক্তিশালী হলে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হবে। কারাবন্দি বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বন হবে।
আজ বুধবার (১ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ জেলা ও মহানগর কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষকদলের আহবায়ক কৃষিবিদ আবুল খায়ের দিপু। এ সময় দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন খান ও মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এড.এম.এ হান্নান খান, শাহ শিব্বির আহমেদ ভুলু, কায়কোবাদ মামুন, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাড.আনোয়ারুল আজিজ টুটুল প্রমূখ।
পরে দলীয় কার্যালয়ের সাসনে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দক্ষিণ জেলা কৃষদের নেতাকর্মীরা। এতে কৃষকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।