'শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১০:২১ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিযাউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ জুন) বিকেলে দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপীর বাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুমের পরিচালনায় সভার শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। ১৯৭১ সালের ২৫ শে মার্চ শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের হেফাজতে গিয়ে আয়েশী জীবন যাপন করছিলেন, ঠিক তখনই নিজের জীবন বাজি রেখে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘেষনা দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্থরের জনতা পাক বাহিনীকে প্রতিহত করতে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। শহীদ জিয়ার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে তাকে নির্মমভাবে শহীদ হতে হলো। আজ ইতিহাস বিকৃতি করা হচ্ছে। ইনশাআল্লাহ এর হিসাব একদিন দিতে হবে।
তারা আরো বলেন, দেশের গণতন্ত্রের রক্ষক, আপোষহীন নেত্রী, দেশের ইতিহাসের তিন তিন বারের সব চেয়ে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজো গৃহবন্দী। আমাদের নেতা, ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমান আজ নির্বাসিত। গণতন্ত্র আজ আইসিইউতে। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, দেশনেত্রীকে কারাগার থেকে স্থায়ীভাবে মুক্ত করতে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, আন্দোলনের কোন বিকল্প নেই। তাই আমাদের সকলকে সম্মেলিতভাবে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য একদফা আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সামিয়া বেগম চৌধুরী, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র এ্যাড. রোকশানা বেগম শাহনাজ, জেলা মহিলা দলের সহ-সভাপতি আম্বিয়া বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক মিলি আক্তার, সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহ- দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, প্রচার সম্পাদক সালমা আক্তার, লিটা বেগম।
সভায় উপস্থিত ছিলেন- মনি বেগম, আফিয়া বেগম, কুলসুম বেগম, শরিফা বেগম, ডলি বেগম, ঝুমা আক্তার, শারমিন আক্তার, তানিয়া বেগম, তানজিনা বেগম, তানি বেগম, মুন্নি বেগম, রিনা সুলতানা, ছালেহা বেগম, জেসমিন বেগম, শিবলী বেগম প্রমূখ।