জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ডবলমুরিং থানা যুবদলের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক-ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমৃত্যু চেষ্টা চালিয়েছেন। জাতির মধ্যে একটি নতুন উদ্দীপনার সৃষ্টি করে তাদেরকে জাগিয়ে তুলতে তিনি সফল হয়েছিলেন। তার স্বল্পকালীন শাসনকার্য পরিচালনার তিনি যে গভীর দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা আজও কেউ অতিক্রম করতে পারেনি। এমনকি তার রাজনৈতিক বিরোধীরাও মৃত্যুর পর তার সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ কারণেই এ দেশের আপামর জনগণের অন্তরে স্থায়ী আসন করে নিয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ মে) বাদে জোহর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল ঘোষিত তিন দিন ব্যাপী শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচির দ্বিতীয় দিনে ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে শান্তিবাগে একটি এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সঙ্কটে ত্রাণকর্তা হিসেবে তিনি বারবার দেশকে সঙ্কট থেকে মুক্ত করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন।
ডবলমুরিং থানা যুবদলের আহবায়ক মোঃ বজল আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তাজ উদ্দিন তাজু''র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মোহাম্মদ সেকান্দার, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, এসময় নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মিয়া মোঃ হারুন, মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহীন পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গণি, কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক গুলজার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম মানিক ও ডবলমুরিং থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন হাফেজ আসাদুজ্জামান।