দৈনিক দিনকাল কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে দোয়া ও মিলাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ এএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১৬ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দৈনিক দিনকাল কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ মাগরিব এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আতিকুর রহমান রুমনের পরিচালনায় এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজয় কান্তি সরকার সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তিনি দেশের ক্রান্তিকালে বার বার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ১৯৭১ সালে তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করে দেশকে যেমন স্বাধীন করেছিলেন। আবার ১৯৭৫ সালে দেশের অবস্থা যখন ভয়াবহ, স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছিল ঠিক তখন সিপাহি-জনতা তাঁকে আবার দেশের ক্ষমতায় আসীন করেন। তিনি একদলীয় বাকশাল বিলুপ্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারসহ দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।