যুবদল নেতা মনির ও গোলাম মাহতাবের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ এএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০৮ পিএম, ২৯ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে জাতীয়তাবাদী যুবদল গৌরনদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার ও গৌরনদী পৌরশাখার ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহতাব এর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান সরকারের সন্ত্রাসের প্রসিদ্ধ জনপথ কুখ্যাত জাতিয় সন্ত্রাসীর আশ্রয়ে প্রশ্রয়ে গৌরনদী এখন প্রত্যাহিক সন্ত্রাসের শিরোনাম সংবাদ। জাতিয় সন্ত্রাসীরা উক্ত জনপদের অসংখ্য বিএনপি নেতাকর্মী শরীরের অঙ্গহানি করে পিশাচের কুৎসিত হাসি হাসছে। তারা মনে করেছে এটাই বাংলাদেশের শেষ সরকার কিন্তু জণগনের উপর নির্যাতনের আগুন থেকে কেউই যে রক্ষা পায়না সে অভিজ্ঞতা তাদের গডফাদারদের আছে কিন্তু কথায় আছে বিশেষ প্রানীর বিশেষ অঙ্গে ঘি মাখলের সোজা হয় না এদের অবস্থাও হয়েছে তাই।
সময়ের পালা বদলে এসব সন্ত্রাসীরা কোথায় পালাবে? ক্ষমতার পালা বদলে প্রতেকটি অপকর্মের হিসাব সুদে আসলে দিতে হবে।