শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনার পর যুদ্ধের সূচনা হয় - মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ এএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১০:০১ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রাংগুনীয়া উপজেলা যুবদল, দক্ষিণ রাংগুনীয়া থানা ও রাংগুনীয়া পৌরসভা যুবদল ও ছাত্রদল উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ হারুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবনবাজি রেখে সরাসরি যুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রুপান্তর করেছেন। প্রধান বক্তার বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শহীদ জিয়ার ঘোষণা স্বাধীনতার সূচনা এটি শুধুমাত্র একটি স্লোগান নয় এটাই বাংলাদেশের ইতিহাস এবং বাস্তবতা। জিয়াউর রহমান যে ভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের সূচনা করেছেন আগামীতেও জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশের হারানো গণতন্ত্র উদ্ধার করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে একটি অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধশালী সোনার বাংলাদেশে রুপান্তর করা হবে ইনশাআল্লাহ।
রাংগুনীয়া উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ সেকান্দর হোসেন এর সভাপতিত্বে রাংগুনীয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম লোকমান ও দক্ষিণ রাংগুনীয়া যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল এর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বিএনপি আহবায়ক কমিটি'র সিনিয়র সদস্য অধ্যাপক ইউনুছ চৌধুরী, হাটহাজারী উপজেলা বিএনপি আহবায়ক নুর মুহাম্মদ, ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, সেলিম চেয়ারম্যান, ডাঃ রফিকুল আলম চৌধুরী, রাংগুনীয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, হাটহাজারী বিএনপির সদস্যসচিব গিয়াস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন, বেলাল উদ্দিন বেলাল, ওসমান গনি,জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, হারুনর রশীদ হান্নান, রাংগুনীয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী, দক্ষিণ রাংগুনীয়া যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর, রাংগুনীয়া পৌরসভা যুবদলের আহবায়ক মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ মহসিন, হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজান শাহিল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরানুল হক সোহেল, আইয়ুব মেম্বার, আহসান উদ্দীন রাজন, জেলা যুবদল নেতা আবদুল কাদের, এম এইচ সুজন তালুকদার, আহাদ সাঈদ করিম,আবদুল সাত্তার, মাসুদ বিন উমর, নাসির তালুকদার, ইছা সফিক, মুহাম্মদ কামাল, সুমন তালুকদার, মিজান, মুহাম্মদ মনির, টিপু সুলতান, জাহেদুল ইসলাম, এরশাদ, সালাউদ্দিন, বখতেয়ার, ননাই, ইলিয়াস কাঞ্চন, ফোরকান, ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি গিয়াস উদ্দিন, আবদুর রহমান, আহসান উদ্দিন রুমন, ক্রীড়া সম্পাদক কাজী সোহান, শাহআলম, রিদোয়ান, নাসের, রাকিব, নজরুল রাংগুনীয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ লোকমান, জাহেদ, সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহাম্মদ ইস্কান্দার,তারেক চৌধুরী, রাজু সহ প্রমুখ।