তানোর পৌরসভা নির্বাচনে ফের বিএনপির টিকিট পেলেন মেয়র মিজান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ এএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:০৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আসন্ন চতুর্থ ধাপে রাজশাহী তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফের বিএনপির টিকিট পেয়েছেন বর্তমান মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য তারণ্যের প্রতীক মিজানুর রহমান মিজান।
গত শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ও মিজানের ফেসবুক আইডি থেকে নিশ্চিত হওয়া গেছে। তবে তিনিই যে দলীয় প্রতীক ধানের শীষ পাবেন সে ব্যাপারেও এক প্রকার নিশ্চিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। কারণ শত জুলুম নির্যাতন এবং একাধিক মামলার আসামি হয়েও নিষ্ঠার সাথে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন মেয়র মিজান। দলীয় মনোনায়নের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম এই সদস্য আবারও মনোনয়ন পাওয়ায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এছাড়াও পৌর শহরের কয়েকটি স্থানে দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ানোর ধুম পড়ে।
জানা গেছে, গত ২০১৬ সালের নির্বাচনে বিএনপি থেকে দলীয় প্রতীক ধানের শীষ পেয়ে চমক লাগিয়ে নৌকার প্রার্থী ইমরুলকে ১৩ ভোটে পরাজিত করে প্রথমবারের মত তরুণ বয়সে মেয়র নির্বাচিত হন মিজানুর রহমান মিজান। এবারো এ দুই প্রার্থী দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করবেন। কারণ নৌকা প্রতীক পুনরায় পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক। তবে মেয়র মিজান দলীয় মনোনায়নের ব্যাপারে ফেসবুকে পোস্ট দেয়ার সাথে সাথে ব্যাপক ভাইরাল হয়ে উঠে।
মেয়র মিজান এক প্রতিক্রিয়ায় জানান দলীয় মনোনায়ন পেয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। দল সঠিক সিদ্ধান্ত নেয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজবীসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুষ্ঠু ভোট হলে পৌরবাসী পুনরায় ধানের শীষের প্রার্থীকে বিজয় করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।