সাভার থানা বিএনপির সাবেক সভাপতি আলাল চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলাল চেয়ারম্যানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিরুলিয়া ইউনিয়নের আকরাইনে মরহুম আলাল চেয়ারম্যানের বাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত এ স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ওমর আলী মাস্টার। সভা সঞ্চালনা করেন সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম। সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম।
এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দ্বীন ইসলাম, যুবদলের সাবেক কেন্দ্রিয় নেতা নাজিম উদ্দিন ভিপি, জেলা যুবদল সভাপতি রেজাউল কবির পল, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় নেতা রফিকুল ইসলাম রফিক, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, সাভার থানা বিএনপির সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব, সাভার থানা বিএনপির নেতা আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী হাসান মন্ডল, তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মরহুম আলালের ছোট ভাই আনোয়ার হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন প্রিন্স প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সুলতানা আহমেদ তার বক্তব্যে বলেন, মরহুম মাহমুদুল হাসান আলাল ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। দলের কর্মী ও এলাকায় সকলের প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। দলের সাথে তার ছিল আত্মার সম্পর্ক। দেশ ও জাতীর এ দু:সময়ে তার মতো নেতার খুবই প্রয়োজন ছিল। মরহুম আলাল বেগম খালেদা জিয়ার সকল কর্মসূচীতে স্বতঃফুর্ত অংশ নিতেন। জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির হতেন। কখন দলীয় নেত্রী আসবেন সেই অপেক্ষায় দাড়িয়ে থাকতেন এবং নেতৃত্ব দিতেন।