বগুড়ায় যুব ও ছাত্রদলের বিশাল মিছিল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১ এএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৯:১২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা ও বেগম খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বগুড়ায় ছাত্রদল ও যুবদলের বিশাল মিছিল ও যৌথ সমাবেশ টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসুচি অনুযায়ী দুপুর থেকে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে সমবেত হতে থাকে দুই সংগঠনের নেতা কর্মিরা। বিকেলে শহরের কালি মন্দির ও জজকোর্ট রোড হয়ে বিশাল যৌথ মিছিল বিএনপি অফিসের সামনে সমবেত হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সদর যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আদিল শাহরিয়ার গোর্কি, যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর সুজন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সব ভয়ভীতি উপেক্ষা করে আমরা এখন রাজপথে নেমেছি। সরকার পতন ঘটিয়ে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এদিকে ছাত্রদল ও যুবদলের এই যৌথ কর্মসূচী নিয়ে বগুড়ায় দুপুর থেকে উত্তেজনা বিরাজ করছিলো। আর এ জন্য শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচী শেষ হয়।