কেরানীগঞ্জে তিতাসের শুদ্ধি অভিযান ২ শতাধিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ এএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০২:৩০ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বকেয়া বিল উত্তোলন ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে কেরানীগঞ্জে তিতাসের উদ্যোগে চলছে শুদ্ধি অভিযান। প্রায় ২ মাস যাবত চলমান এ অভিযানে দুই শতাধিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ তিতাসের নির্ভরযোগ্য একাধিক সূত্র।
কেরানীগঞ্জ তিতাসের চলমান এ কর্মসূচির আওতায় গতকাল শনিবার বন্ধের দিনও চলে এ অভিযান।
এ অভিযানে জিনজিরা এলাকার আমির চান কমিউনিটি সেন্টারসহ আরো বেশ কয়েকটি আবাসিকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ তিতাসের সহকারী প্রকৌশলী আলী তারেক সাগর, তিতাসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহজাদা ফরায়েজী ও তিতাস গ্যাস জিনজিরা শাখার ব্যবস্থাপক প্রকৌশলী স্বাগতম সাহা।
তিতাস গ্যাস জিনজিরা অফিসের সহকারী প্রকৌশলী আলী তারেক সাগর বলেন, ‘আমরা চাই কেরানীগঞ্জের একজন গ্রাহকও যেন তিতাসের বিল বকেয়া না রাখে। একই সাথে কোনো অবৈধ সংযোগও যেন না থাকে।’ সে লক্ষ্যে তিতাসের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।