ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। হাইকোর্ট চত্বরের ভেতরে ছাত্রদলের দুই নেতাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। আজ সকাল থেকেই ছাত্রদলকে প্রতিহত করার জন্য লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দেয় বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ সব পয়েন্টে অবস্থান নেয় তারা।
বেলা ১২টার দিকে হাইকোর্টের সামনে দিয়ে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অগ্রসর হলে দোয়েল চত্বরের সামনে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এসময় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছেড়ে। একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়। ছাত্রলীগের এক কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে।
এ সময় ছত্রভঙ্গ হয়ে ছাত্রদল নেতাকর্মীরা প্রেস ক্লাব ও হাইহোর্টের ভেতরে আশ্রয় নিলে লাঠিসোটা নিয়ে হাইকোর্টের ভেতরে ঢুকে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।
হাইকোর্টের ভেতরে ছাত্রদলের দুজন নেতাকে বেধড়ক পেটায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আহত ছাত্রদল নেতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দোয়েল চত্বর থেকে হাইকোর্টের সামনের সড়ক পর্যন্ত এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সড়কে মহড়া দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তুলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। এ নিয়ে গত মঙ্গলবার ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রদলের বেশ কিছু নেতকার্মী আহত হন।