ঘুমের নয়, জেগে ওঠার গান গাইতে হবে - মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ এএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৪৫ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
ঘুমের ও প্রেমের গান নয় এখন জেগে ওঠার গান গাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যে ভয়াবহ অবস্থার মধ্যে আছি, তা থেকে বেরিয়ে আসার জন্য আসুন আমরা সেই গান এক সাথে গাই- বল বীর/বল উন্নত মম শির। আর কোথাকার সেই ঘুমের গান এবং প্রেমের গান দিয়ে এখন হবে না, এখন জেগে ওঠার গান গাইতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত অবস্থায় আছেন, আমাদের গণতন্ত্রকামী ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, এই যুগেও তা আমাদের দেখতে হয়! নারীদের ওপর চরম নির্যাতন করা হচ্ছে। এখানেই নজরুল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এখানেই জেগে উঠতে হবে।
তিনি বলেন, এখানে একজন বলছিলেন যে, ঘুমিয়ে থাকে। এই ঘুম থেকে জেগে উঠতে হবে। আমাদেরকে জেগে উঠে আমাদের নিজেদেরকে মুক্ত করতে হবে। সেই মুক্তিই হচ্ছে আমাদের এক মাত্র পথ। কাজী নজরুল ইসলামের প্রতি স্মৃতিচারণ করে ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান সময়ে নজরুল এতো বেশি প্রাসঙ্গিক যে, প্রায়ই তার কথা মনে পড়ে এবং তার কথা উচ্চারণ করতে ইচ্ছে করে। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। এই যে দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার এবং নির্যাতনে সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে- এখান থেকে বেরোতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে বিএনপির শ্রদ্ধা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আমিনুল ইসলাম, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ কিসলু, ফেরদৌস ফকির, ফরহাদ হোসেন নিয়ন, সদস্য আমিনুল হক, এবিএম সোহেল রশিদ, শাহ মোঃ বিল্লাল হোসেন, টাইগার সোহেল, মোঃ মিজানুর রহমান, সদস্য ও জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শফিকুল হাসান রতন, উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।