ঢাকায় ছাত্রদল নেতার পর যুবদল নেতাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা (ভিডিও সহ)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর পর এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজধানীর ভাটারা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল খান রুবেল কে তার নিজ বাসার সামনে থেকে সাদা পোষাক পরা কয়েকজন জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
গতকাল সোমবার (২৩ মে) রাত ১১.৪৫ মিনিটের দিকে রাজধানীর শাহাজাদপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় রুবেলের গতিরোধ করে সাদা পোষাক পরা কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রথমে এলাকাবাসী ও পরে তার পরিবারের সদস্যরা এসে তাদের পরিচয় জানতে চান, "তারা কারা এবং কেন রুবেলকে ধরে নিয়ে যাছেন"। উত্তর না পেয়ে এক পর্যায়ে রুবেলের পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে পোষাক পরা কয়েকজন পুলিশ সদস্য নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে তাকে আটকের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর সাথে তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে রুবেল কে রেখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
যুবদল নেতা রুবেলের মা জানান, আমার ছেলেকে কেন ধরে নিয়ে যাচ্ছেন, আপনারা কোন থানা থেকে এসেছেন জিজ্ঞেস করলে তারা কোন উত্তর দেন নাই। জোর করে টেনে হিচড়ে-গালাগাল দিয়ে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে রুবেলকে রেখে তারা চলে যায়। তিনি বলেন, আমি তাদের বাসায় বসে কথা বলারও প্রস্তাব করি কিন্তু তারা আমার কোন কথায় শোনেনি তারা সবার সাথে খারাপ ব্যাবহার করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিদ জুয়েল বলেন, বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই ক্ষমতা দীর্ঘায়িত করতে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী দল ও মতের মানুষকে প্রতিনিয়ত আটক, হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। গতকাল ভাটারা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল খান রুবেল এর সংগে যা ঘটেছে সেটা এই ফ্যাসিস্ট সরকারের আসল চরিত্র। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।