৪র্থ ধাপে ৫৬ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪২ পিএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১২:৩০ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২১ তারিখে ৪র্থ পর্যায়ে অনুষ্ঠিতব্য ৫৬ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে।
আজ দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
১. ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর থেকে শরিফুল ইসলাম শরিফ, ২. ঠাকুরগাঁও রানীশংকইল থেকে মোঃ মাহমুদুন নবী, ৩. লালমনিরহাট লালমনিরহাট সদর থেকে মোশারফ হোসেন রানা, ৪. লালমনিরহাট পাটগ্রাম থেকে এ কে এম মোস্তাফা সালাউজ্জামান ওপেল, ৫. জয়পুরহাট আক্কেলপুর থেকে মোঃ আলমগীর চৌধুরী, ৬. জয়পুরহাট কালাই থেকে মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, ৭. চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থেকে মোঃ ওজিউল ইসলাম, ৮. রাজশাহী নওহাটা থেকে শেখ মোঃ মকবুল হোসেন, ৯. রাজশাহী গোদাগাড়ী থেকে মোঃ গোলাম কিবরিয়া, ১০. রাজশাহী তানোর থেকে মোঃ মিজানুর রহমান মিজান, ১১. রাজশাহী তাহেরপুর থেকে আবু নাঈম মোঃ সামসুর রহমান (মিন্টু), ১২. নাটোর বড়াইগ্রাম থেকে মোঃ ইসাহাক আলী, ১৩. নাটোর নাটোর সদর থেকে মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী, ১৪. চুয়াডাঙ্গা জীবননগর থেকে মোহাঃ শাহাজাহান কবীর, ১৫. চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে মীর মহি উদ্দিন, ১৬. যশোর চৌগাছা থেকে মোঃ আব্দুল হালিম, ১৭. যশোর বাঘারপাড়া থেকে মোঃ আব্দুল হাই মনা।
১৮. বাগেরহাট বাগেরহাট সদর থেকে মোঃ সাইদ নিয়াজ হোসেন, ১৯. সাতক্ষীরা সাতক্ষীরা সদর থেকে মোঃ তাজকিন আহমেদ, ২০. পটুয়াখালী কলাপাড়া থেকে হুমায়ুন কবির, ২১. বরিশাল মুলাদী থেকে মোঃ আল মামুন, ২২. বরিশাল বানারীপাড়া থেকে মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, ২৩. টাঙ্গাইল গোপালপুর থেকে খন্দকার জাহাঙ্গীর আলম, ২৪. টাঙ্গাইল কালিহাতী থেকে আলী আকবর, ২৫. জামালপুর মেলান্দহ থেকে মোঃ মনোয়ার হোসেন, ২৬. শেরপুর শেরপুর সদর থেকে এ বি এম মামুনুর রশিদ পলাশ, ২৭. শেরপুর শ্রীবরদী থেকে মোঃ মোঃ আব্দুল হাকিম, ২৮. ময়মনসিংহ ফুলফুর থেকে মোঃ আমিনুল হক, ২৯. নেত্রকোনা নেত্রকোনা সদর থেকে আব্দুল্লাহ্ আল মামুন খান, ৩০. কিশোরগঞ্জ বাজিতপুর থেকে মোঃ এহেসান কুফিয়া, ৩১. কিশোরগঞ্জ হোসেনপুর থেকে মুহাম্মদ মাহবুবুর রহমান, ৩২. কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মাসুদ সুমন, ৩৩. মুন্সীগঞ্জ মিরকাদিম থেকে মিজানুর রহমান, ৩৪. নরসিংদী নরসিংদী সদর থেকে মোঃ হারুন আর রশিদ, ৩৫. নরসিংদী মাধবদী থেকে মোঃ আনোয়ার হোসেন, ৩৬. রাজবাড়ী রাজবাড়ী সদর থেকে মোঃ তোফাজ্ঝেল হোসেন মিয়া, ৩৭. ফরিদপুর নগরকান্দা থেকে মোঃ আলিমুজ্জামান মিয়া।
৩৮. মাদারীপুর কালকিনি থেকে মোঃ কামাল হোসেন, ৩৯. শরীয়তপুর ডামুড্যা থেকে মোঃ নাজমুল হক সবুজ মিয়া, ৪০. সিলেট কানাইঘাট থেকে মোঃ শরিফুল হক, ৪১. হবিগঞ্জ চুনারুঘাট থেকে মোঃ আব্দুল মানড়বান, ৪২. ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে মোঃ জয়নাল আবেদীন আব্দু, ৪৩. কুমিল্লা হোমনা থেকে মোঃ আঃ লতিফ, ৪৪. কুমিল্লা দাউদকান্দি থেকে নূর মোঃ সেলিম সরকার, ৪৫. চাঁদপুর কচুয়া থেকে মোঃ হুমায়ুন কবির প্রধান, ৪৬. চাঁদপুর ফরিদগঞ্জ থেকে মোঃ ইমাম হোসেন, ৪৭. ফেনী পরশুরাম থেকে কাজী মোঃ ইউছুফ মাহফুজ, ৪৮. নোয়াখালী চাটখিল থেকে মোস্তফা কামাল, ৪৯. নোয়াখালী সোনাইমুড়ি থেকে মোঃ মোতাহের হোসেন, ৫০. লক্ষীপুর রামগতি থেকে আলহাজা সাহেদ আলী পুটু, ৫১. চট্টগ্রাম সাতকানিয়া থেকে এ জেড এম মঈনুল হক চৌধুরী, ৫২. চট্টগ্রাম পটিয়া থেকে মোঃ নুরুল ইসলাম, ৫৩. চট্টগ্রাম চন্দনাইশ থেকে মাহবুবুল আলম চৌধুরী, ৫৪. খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে মোঃ শাহজালাল (কাজল), ৫৫. রাঙ্গামাটি রাঙ্গামাটি সদর থেকে মোহাম্মদ মামুনুর রশিদ, ৫৬. বান্দরবান বান্দরবান সদর থেকে মোহাম্মদ জাবেদ রেজা।