তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৫ পিএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১০:৫১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশ নেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, আপনে কি ঘরের খবর রাখেন? এতদিন আমরা বলেছি আপনি ভোট চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনার সরকার অবৈধ। আজকে বলছি আপনার ঘরের লোক, আপনার দলের সাধারণ সম্পাদককে তার রক্তের ভাই কাদের মির্জা বলছে ভোট ডাকাত, সবাই স্বাক্ষী দিচ্ছে। আমরা আগে বলতাম লুটপাটের কথা। এখন আপনার সাবেক মেয়র বলছে চুনো পুঁটি আর রাঘব বোয়ালের কথা। প্রধানমন্ত্রী কাজ করার সময় যে ঘাম ঝরে, তার মূল্য দুই কোটি টাকার উপরে। কিন্তু আপনি দেশনেত্রী খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য জেলে রেখেছেন। যেই রাস্তা আপনি দেখিয়ে গেলেন, সেই রাস্তায় যেন আপনি না পড়েন। গ্রেফতারী পরোয়ানাই হতে পারে স্বৈরাচার, শেখ হাসিনা সরকারের পতনের হাতিয়ার’।
মামুন মাহমুদ বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে মানববন্ধন। যারা অংশগ্রহণ করেছে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। অবৈধ সরকার বিনা ভোটে ক্ষমতা দখল করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার করছে । বালিশ কান্ড, পর্দা কান্ড, কয়লা খানি থেকে শুরু করে করোনা কালে জনগণের জন্য বিতরণের চাল, ডাল, তেল তারা হরণ করেছে। তাদের সেই দুর্নীতি, লুটপাটকে জনগণের দৃষ্টি আড়াল করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা করা হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত। তারেক রহমানের রক্তে খালেদা জিয়ার রক্ত প্রবাহিত। মামলা, হামলা দিয়ে তাকে দেশের বাইরে রাখতে পারবেন না অনতিবিলম্বে ফিরে আসবেন তারেক রহমান। যেদিন ফিরে আসবে সেদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত কুর্মিটোলার উদ্দেশ্যে ১৮কোটি মানুষ তাকে গ্রহণ করবে। সেদিন দূরে নয়। আপনাদের লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। নারায়ণগঞ্জ থেকেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি, নাছির উদ্দিন, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, জাহিদ হাসান রোজেল, সদস্য খন্দকার আবু জাফর, নজরুল ইসলাম টিটু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মোশারফ হোসেন, হাজী সেলিম, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হাবিবুর রহমান হাবু, দুলাল হোসেন, নুরুন্নাহার বেগম, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আকরাম, তাঁতী দলের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার প্রমুখ।