বিএনপিকে সংবিধান মেনে নির্বাচনে আসতে হবে : হানিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:০৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ মন্তব্য করেছেন, বিএনপিকে অসাংবিধানিক পথ ছেড়ে দিয়ে সংবিধান মেনে এই সরকারের আমলেই নির্বাচনে আসতে হবে। লাখো শহীদের রক্তেভেজা এই সংবিধানকে অবজ্ঞা করার এখতিয়ার কারও নেই।
আজ শুক্রবার (২০ মে) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মাহবুবউল-আলম হানিফ। রাজধানীর সবুজবাগ এলাকার বালুর মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতাদের উদ্দেশে মাহবুবউল-আলম হানিফ বলেন, ‘তারা বলছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। তাহলে কোন সরকারের অধীনে নির্বাচনে যাবেন? আপনারা যদি সংবিধান মানেন তাহলে সংবিধান অনুযায়ীই এই সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।’
হানিফ বলেন, ‘তথাকথিত বুদ্ধিজীবী জাতীয় সরকার, অন্তবর্তীকালীন সরকারের স্বপ্ন দেখে তাদের জনভিত্তি নেই। তারা মনে করে অনির্বাচিত সরকার হলেই তারা ক্ষমতায় বসে যাবে। এ জন্য নানা ফর্মলায় তারা দিয়ে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে ১/১১ হওয়ার আর সম্ভাবনা নেই। এই বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার বা জাতীয় সরকার আর হবে না। এই বাংলাদেশ সংবিধান অনুযায়ীই চলবে।’
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক, ‘যারা এই দেশের নাগরিক, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সংবিধান অনুযায়ী চলতে হবে। মির্জা ফখরুল সাহেবদের বলব, অসাংবিধানিক কথাবার্তা বন্ধ করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জয়লাভ করার ইচ্ছা থাকে তাহলে নির্বাচনে অংশ নিন। আপনারা যদি মনে করেন আপনাদের জনভিত্তি বা জনসমর্থন আছে নির্বাচন এলে নির্বাচনে অংশ নিয়ে দেখুন জনগণ আপনাকে চায় কিনা।’
নেতা-কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, আগামী বছরের ডিসেম্বরে অথবা পরের বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও আওয়ামীলীগকে জয়ী করতে হবে। এ জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগই একমাত্র দল যাদের জনভিত্তি আছে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। সম্মেলন বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন তথ্য ও গবেষণা সম্পাদক আনিস আহমেদ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সদস্য মামুন রশীদ শুভ্র, সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশ্রাফুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রঞ্জন দাস প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি তানিয়া হোসেন, এটি সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ আকন্দ।