দাগনভূঁঞা পৌর নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ ১, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:৫৯ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
ফেনীর দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরণ ও সহিংসতায় ১ জন গুলিবিদ্ধ ও ৪ জন আহত হয়েছেন।
শনিবার সকালে ভোটগ্রহণের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহীন (২০) নামে গুলিবিদ্ধ এক যুবককে ফেনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পৌরসভার ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন রুবেলের ৬ জন এজেন্টকে গনিপুর কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এসময় বিদ্রোহী প্রার্থী জিয়াউল হকের সমর্থকরা সহিংসতার ঘটনা ঘটায়। তারা একটি ককটেল বিস্ফোরণ করে ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে।
হামলায় শাহীন নামে একজন গুলিবিদ্ধ ও ৪ জন আহত হয়েছেন বলে কাউন্সিলর প্রার্থী রুবেল জানান।
দাগনভূঁঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।দ্বিতীয় ধাপের ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
৬০টি পৌরসভায় ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৮০টি। মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৪০ হাজার ২৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন।